ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউ উপাচার্যের সঙ্গে ব্রুনো লাক্রামপের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
সিআইইউ উপাচার্যের সঙ্গে ব্রুনো লাক্রামপের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নতুন পরিচালক ব্রুনো লাক্রামপ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের উপাচার্যের কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

 

অনুষ্ঠানে যৌথশিক্ষা কার্যক্রমে নিজের সহযোগিতার আগ্রহের কথা জানিয়ে সিআইইউর ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রান্সে স্কলারশীপের ব্যবস্থা, গবেষণা ও উচ্চতর ডিগ্রির সুযোগ সৃষ্টির বিষয়ে মতামত তুলে ধরেন ব্রুনো লাক্রামপ।   

উপাচার্য ছাড়াও এতে সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, অ্যাডমিন শাখার পরিচালক কুমার দোয়েল দে ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপ-পরিচালক ড. গুরুপদ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

 

আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নতুন পরিচালক ব্রুনো লাক্রামপ সিআইইউর শিক্ষাক্রার্যক্রম দেখে তার মুগ্ধতার কথা জানান। তিনি উচ্চশিক্ষায় সময়োপযোগী নানা পদক্ষেপ নেওয়ায় উপাচার্যের প্রশংসা করেন।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।