ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘বাঙালির মানসপটে চিরভাস্বর শহীদ নূর হোসেন’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
‘বাঙালির মানসপটে চিরভাস্বর শহীদ নূর হোসেন’  সভায় বক্তব্য দেন নুরে আলম সিদ্দিকী।

চট্টগ্রাম: শহীদ নূর হোসেন দিবসে মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে নগরের দোস্ত বিল্ডিং কার্যালয়ে সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট সাইফুন নাহার খুশীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।  

আলোচনায় অংশ নেন সংগঠনের নেতা আবদুল মালেক খান, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, মো.কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, রাজীব চন্দ, দীপন দাশ, ইমরান মুন্না, সোহেল ইকবাল, আবদুর রহীম, ভাষ্কর দেব, এস.এম রাফি, প্রদীপ দাশ প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, শহীদ নুর হোসেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আত্মবলিদানের অনন্য উদাহরণ সৃষ্টি করে বাঙালির মানসপটে চিরভাস্বর। তিনি অনন্তকাল সংগ্রামী মানুষের হৃদয়ে চেতনার  বহ্নিশিখা হিসেবে সমুজ্জ্বল থাকবেন।

স্বৈরাচারবিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন। মিছিল রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে পুলিশ গুলি চালায়। মারা যান নূর হোসেন। এই মৃত্যু স্বৈরাচারবিরোধী আন্দোলনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।  

নূর হোসেনের আত্মত্যাগ পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। নূর হোসেনের মৃত্যুর পর এরশাদবিরোধী আন্দোলন বেগবান হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।