ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এইচএসসি: বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় চট্টগ্রামে অনুপস্থিত ১৬৭১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
এইচএসসি: বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় চট্টগ্রামে অনুপস্থিত ১৬৭১

চট্টগ্রাম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ১১১ টি কেন্দ্রে ১ হাজার ৬৭১ জন এইচএসসি পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়াও একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রামে ৯৩ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী ছিল। এরমধ্যে উপস্থিত ছিলেন ৮৬ হাজার ১৯০ জন পরীক্ষার্থী।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি বলেন, এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রে অনুপস্থিত ছিলো ১ হাজার ৬৭১ জন। এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।