ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাটিতে নিচ থেকে পাচারকালে ১০ ট্রাক মিট অ্যান্ড বোন মিল জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
মাটিতে নিচ থেকে পাচারকালে ১০ ট্রাক মিট অ্যান্ড বোন মিল জব্দ জব্দ করা ট্রাক।

চট্টগ্রাম: আমদানি নিষিদ্ধ প্রাণীর বর্জ্য ও হাড়যুক্ত মিট অ্যান্ড বোন মিল (এমবিএম) নামের মাছ ও হাঁস-মুরগির খাবার মাটির নিচে গর্তে ফেলে ধ্বংস করেছিল কাস্টম হাউস। সেই পণ্যটি রাতের আঁধারে চুরির সময় এমবিএম বোঝাই ১০ ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত বন্দর থানাধীন আনন্দবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।  

কাস্টম হাউসের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান,  কিছুদিন আগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ এমবিএম আনন্দবাজার ল্যান্ডফিলে ডাম্প করেছিল কাস্টমস।

কিন্তু একটি চক্র রাতের আঁধারে সেখান থেকে সেগুলো আবার সংগ্রহ করে পাচার করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ১০টি ট্রাক জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২০ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় মিট অ্যান্ড বোন মিল বা এমবিএম আমদানি নিষিদ্ধ করে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।