ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে আন্তর্জাতিক গবেষণা কর্মশালা ১৪ নভেম্বর 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
চবিতে আন্তর্জাতিক গবেষণা কর্মশালা ১৪ নভেম্বর  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৪ নভেম্বর (সোমবার) একটি আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনা কর্মশালার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ১০০ টাকায় নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবেন।

 

এদিন সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে গবেষণা ও প্রকাশনা কর্মশালাটি দুটি পর্বে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রথম পর্ব অনুষ্ঠিত হবে।

এতে সব অংশগ্রহণকারী থাকবেন। দ্বিতীয় পর্ব বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এতে শুধু শিক্ষকরা অংশ নেবেন।

প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। কর্মশালার প্রধান আলোচক থাকবেন যুক্তরাজ্যের ল্যানকাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান। সভাপতিত্ব করবেন বিভাগের সভাপতি ড. মো. শহীদুল হক ৷ 

বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। আলোচনা করবেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ ও অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী।  

বিভাগের সভাপতি ড. শহীদুল হক বলেন, এ কর্মশালার মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীরা একজন সফল গবেষক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। সেই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতি আরো ত্বরান্বিত করবেন। কর্মশালা শেষে অভিজ্ঞতা সনদ দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।