ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিজহাতে বানানো কেক স্বাস্থ্যসম্মত ও নিরাপদ: আবিদা মোস্তফা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
নিজহাতে বানানো কেক স্বাস্থ্যসম্মত ও নিরাপদ: আবিদা মোস্তফা ...

চট্টগ্রাম: চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় সিডাব্লিউসিসিআই বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্যোগে কেক বেকিং অ্যান্ড ডেকোরেশন কোর্স শুরু হয়েছে।  

সিডাব্লিউসিসিআইর সেমিনার হলে রোববার (৬ নভেম্বর) ২ দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়।

 

সিডাব্লিউসিসিআইর পরিচালক নুজহাত নূয়েরি কৃষ্টির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।  

প্রধান অতিথি বলেন, বর্তমানে বেকিং সম্পর্কে জানা খুবই জরুরি।

দোকানের কেকের চেয়ে বাসায় নিজ হাতে বানানো কেক স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। শুধু শিখলেই হবে না, বাড়িতে অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে পারলে এ ট্রেনিং সার্থক হবে।  

নুজহাত নূয়েরি কৃষ্টি বলেন, ছোটবড় সবাই কেক খেতে খুবই পছন্দ করে। প্রশিক্ষণকে বাণিজ্যিকভাবে কাজে লাগিয়ে ব্যবসার প্রসার ঘটাতে পারবেন।

স্বাগত বক্তব্য দেন চিটাগাং উইম্যান চেম্বারের সদস্য চৌধুরী জুবাইরা সাকি জিপসী। সঞ্চালনয় ছিলেন সিডাব্লিউসিসিআইর সদস্য শারমিন আকতার। প্রশিক্ষক ইসরাত শায়েলা কোর্সের ৩০ জনকে প্রশিক্ষণ দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।