ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পানির ট্যাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
পানির ট্যাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

চট্টগ্রাম: নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় একটি ছাদের পানির ট্যাঙ্ক থেকে মর্জিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে নারীর স্বামী হাসান সাত মাসের শিশুকে বাড়িওয়ালার কাছে দিয়ে থানায় স্ত্রী নিখোঁজের জিডি করতে গিয়েছিলেন।  

নিহত মর্জিনা আক্তার (২০) নামের ওই নারীর বাড়ি পটুয়াখালীর জেলার বাউফল উপজেলার কেশবপুরে।

নগরের বন্দর টিলা আয়শার মার গলির খলিল হুজুর ভবনের পঞ্চম তলায় স্বামী-সন্তান নিয়ে বসবাস করতেন।  

মর্জিনার স্বামী মো. হাসান নগরে রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান জানান, সাত মাস বয়সী শিশু সন্তানকে বাড়িওয়ালার কাছে রেখে মর্জিনার স্বামী হাসান দুই দিন আগে তার স্ত্রী ঘরে আসলে তাকে দিতে বলে বের হয়ে যান। আবার শুক্রবার ইপিজেড থানায় স্ত্রী নিখোঁজের ডিজি করতে গিয়েছিলেন। শনিবার দুপুরে ছাদের পানির ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ ছড়ালে অন্যান্য ভাড়াটিয়ারা বাড়িওয়ালাকে বলেন। বাড়িওয়ালা পানি  ট্যাঙ্ক খুলে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।  

ঘটনাস্থলে মরদেহে সুরতহাল রিপোর্ট তৈরি করা ইপিজেড থানার উপ রিদর্শক (এসআই) চাংকু নাথ বাংলানিউজকে বলেন, পানির ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগে মর্জিনার মৃত্যু হয়েছে। মর্জিনার স্বামী হাসান পলাতক রয়েছে।  এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।