ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দ্বীপের মানুষের সুযোগ সুবিধা বাড়াতে সন্দ্বীপ এসোসিয়েশনের নানা উদ্যোগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
দ্বীপের মানুষের সুযোগ সুবিধা বাড়াতে সন্দ্বীপ এসোসিয়েশনের নানা উদ্যোগ

চট্টগ্রাম: তথ্য-প্রযুক্তির যুগে প্রবেশ করলো সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম।  

শনিবার (৫ নভেম্বর) বিকেলে নগরের একটি হোটেলে সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

 

উদ্বোধন অনুষ্ঠানে দৈনিক সমকালের আঞ্চলিক সম্পাদক সারোয়ার সুমন বলেন, রাত্রিকালীন সময়ে সী এম্বুলেন্স অভাবে সন্দ্বীপে রোগীদের নানা ধরনের সমস্যা ও রোগীদের মৃত্যু হচ্ছে। দ্রুত সময়ে রোগীদের জন্য জরুরি ভিত্তিতে সী এম্বুলেন্স চালু করার জন্য সন্দ্বীপ এসোসিয়েশন উদ্যোগ গ্রহণ করে।

এই উদ্যোগকে সফল করার জন্য চট্টগ্রামে কর্মরত সন্দ্বীপের সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

সভায় সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট এম এ বারী বলেন, স্থায়ী অফিস ও কবরস্থান নির্মাণ করা হবে। রোগী যাতায়াতের জন্য জরুরি ভিত্তিতে সী এম্বুলেন্স কিভাবে ব্যবস্থা করা যায়, সে ব্যাপারে বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করা হবে।

সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. মনজুর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সারওয়ার হাসান জামিল, হুমাইন কবির, অ্যাডভোকেট সলিমুল্লাহ, অ্যাডভোকেট সেকান্দর বাদশা, জসিম উদ্দিন, সাইফুল রহমান লিনকন ও সামসুল মাওলা মনি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।