ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘হালদা নদী রক্ষায় প্রয়োজন, সব শিক্ষার্থীর অংশগ্রহণ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
‘হালদা নদী রক্ষায় প্রয়োজন, সব শিক্ষার্থীর অংশগ্রহণ’ পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

চট্টগ্রাম: ‘হালদা নদী রক্ষায় প্রয়োজন, সব শিক্ষার্থীর অংশগ্রহণ’ প্রতিপাদ্য সামনে রেখে হাটহাজারীর দক্ষিণ মাদার্শা শ্যামাসুন্দরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন করেছে আইডিএফ ও পিকেএসএফ।  

বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া।

বিশেষ অতিথি ছিলেন হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। আইডিএফের প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর শহীদুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও আইডিএফের প্রোগ্রাম ম্যানেজার (মৎস্য) মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিএফ চট্টগ্রাম অঞ্চলের জোনাল ম্যানেজার মুহাম্মদ শাহ আলম।
 

বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লোকমান ও আইডিএফের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আন-নূর প্রমুখ। অনুষ্ঠান শেষে হালদা নদী বিষয়ে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলো সাদিয়া চৌধুরী (নবম শ্রেণি), আবির হোসেন (অষ্টম শ্রেণি), হামদাদ বিন ইসহাক (নবম শ্রেণি), সুদীপ্ত চক্রবর্তী (অষ্টম শ্রেণি), মিশকাত (নবম শ্রেণি)। আগের দিন বুধবার হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদে ইমামদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান। বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের সচিব আবু তৈয়ব, দৌলত হাজি জামে মসজিদের ইমাম মাওলানা মো. নুরুল আলম, বালুখালী জামে মসজিদের ইমাম মুফতি আবু বকর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।