ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

চট্টগ্রাম: ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।  

শনিবার (২৯ অক্টোবর) সকালে নগরের পুলিশ লাইন্স সিভিক সেন্টারে আলোচনা সভা, পুরস্কার ও সম্মাননা প্রদান আয়োজন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

এ উপলক্ষে নগরের হালিশহর পুলিশ লাইন্স থেকে র‌্যালি বের করা হয়।  

পরে এক আলোচনা সভায় অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে অপরাধ প্রবণতা দূরীকরণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে কমিউনিটি পুলিশিংয়ের উপর গুরুত্বারোপ করেন।

 

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স)প্রবীর কুমার রায়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ফরিদ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের ডা. মো. শামীম আহমেদ, শহীদ মুক্তিযোদ্ধা এম শামসুল হক পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, পটিয়া থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য দেবব্রত দাশ, রাউজান থানার ১৫ নম্বর নোয়াজিষপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার, পটিয়া থানার ৫ নম্বর হাবিলাসদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান ফৌজুল কবির কুমার, অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।