ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিত্রাং: সীতাকুণ্ডে ভেসে এলো শিশুর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
সিত্রাং: সীতাকুণ্ডে ভেসে এলো শিশুর মরদেহ সীতাকুণ্ডে ভেসে আসা শিশুর মরদেহ উদ্ধার করে গাউসিয়া কমিটির মানবিক টিম।

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানার পর সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ডে ভেসে এসেছে তিন মাসের শিশুর মরদেহ। খবর পেয়ে গাউসিয়া কমিটির মানবিক টিম, নৌ পুলিশ ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে কদমরসুল এলাকার আছোয়া শিপ ইয়ার্ডে (মিলন সাহেবের ইয়ার্ড) একটি শিশুর মরদেহ ভেসে আসে। খবর পেয়ে সীতাকুণ্ড নৌ-পুলিশের সার্বিক তত্ত্বাবধানে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড মানবিক টিম মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার।  

তিনি জানান, গাউসিয়া কমিটির মানবিক টিমটিতে ছিলেন মামুন, আলি আকবর, নূরউদ্দীন, জিকু, সোলাইমান, রিদুয়ান, ইলিয়াস, ইয়াকুব, দৌলত, মাহিন, মেহরাজ ও ইমরান।  

সীতাকুণ্ডের কুমিরা নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া জানিয়েছেন মরদেহটি কন্যাশিশুর।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বাংলানিউজকে জানান, তিন মাসের শিশুটির মরদেহ গাউসিয়া কমিটির মানবিক টিমের সহায়তায় নৌ পুলিশ উদ্ধার করেছে। জানাজা শেষে শিশুটিকে দাফন করা হবে।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।