ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে শুরু হলো ইস্পি ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
চট্টগ্রামে শুরু হলো ইস্পি ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট  ...

চট্টগ্রাম: ইনস্ট্যান্ট পাউডার ড্রিঙ্ক ব্র্যান্ড ইস্পি পাউডার ড্রিঙ্কের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ইস্পি ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট।

রোববার (২৩ অক্টোবর) সকাল ১১টায় নগরের সিআরবি মাঠে এ টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বের উদ্বোধন করা হয়।

এ আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র।  

বাংলাদেশের ফুটবলের মানোন্নয়ন ও তরুণ প্রজন্মকে ফুটবল চর্চায় উৎসাহিত করতে ইস্পাহানি ফুডস লিমিটেড ঢাকা ও চট্টগ্রামে এ স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।

ঢাকা পর্বের ফাইনালে চ্যাম্পিয়ন হয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ।

ইস্পি ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট ২০২২-এ চট্টগ্রামের ১২টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করছে। ৩ দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পুরস্কার হিসেবে থাকছে ট্রফি এবং আকর্ষণীয় প্রাইজমানি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।