ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কেটে মাটি বিক্রি, লাখ টাকা জরিমানা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
পাহাড় কেটে মাটি বিক্রি, লাখ টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে আহম্মদ ছফা পাহাড় কেটে মাটি বিক্রি করায় এক লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।  

বুধবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে গোচরা নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম।

তিনি বাংলানিউজকে বলেন, পাহাড় কেটে বালু বিক্রির অপরাধে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় এক লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। পরিবেশ বিপর্যয় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।