ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খাতুনগঞ্জে ছুরিকাঘাতে আহত শ্রমিকের মৃত্যু চমেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
খাতুনগঞ্জে ছুরিকাঘাতে আহত শ্রমিকের মৃত্যু চমেকে ...

চট্টগ্রাম: খাতুনগঞ্জে শ্রমিকদের মধ্যে মারামারি ঘটনায় ছুরিকাঘাতে আহত শ্রমিক মাসুদ মাঝি (৪৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১৯ অক্টোবর) ভোরে তিনি মৃত্যুবরণ করেন বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর উল্লাহ আশেক।

তিনি বাংলানিউজকে বলেন, সোমবার (১৭ অক্টোবর) খাতুনগঞ্জে আহত একজন শ্রমিককে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়৷ ভোরে তিনি মারা গেছেন।  

জানা গেছে, গত সোমবার দুপুরে মো. মাসুদ নামের ওই শ্রমিকের সঙ্গে এক পিকআপ চালকের কথা কাটাকাটি হয়।

সন্ধ্যার দিকে কিছু সন্ত্রাসী নিয়ে এসে মাসুদকে ছুরিকাঘাত করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।