ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্ড সুবিধায় এনে বাজারে বিক্রি, ১০৭ টন কাপড় আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
বন্ড সুবিধায় এনে বাজারে বিক্রি, ১০৭ টন কাপড় আটক

চট্টগ্রাম: বন্ড সুবিধায় এনে শুল্ক ফাঁকি দিয়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে অননুমোদিত গুদামে খালাসের সময় ১০৭ টন কাপড় আটক করা হয়েছে।  

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের টিম ১৩ অক্টোবর বিকেলে সাড়ে চার ঘণ্টা হালিশহরের বারওয়ানিঘাটায় এ অভিযান চালায়।

এ সময় ৪০ ফুট লম্বা তিনটি কনটেইনার ও গুদাম থেকে ১০৭ দশমিক ২৬ টন পলিয়েস্টার ওভেন ফেব্রিকস আটক করে। সাভাররের ডিইপিজেডের গোল্ডটেক্স গার্মেন্টস নামের আমদানিকারকের এ চালান খালাসে সিঅ্যান্ডএফ ছিল স্পিডওয়ে লজিস্টিকস।

আটক কাপড়ের শুল্কায়নযোগ্য মূল্য ৩ কোটি ২২ লাখ টাকা। রাজস্ব ঝুঁকি ২ কোটি ৮৮ লাখ। বাজার মূল্য ১০ কোটি।  

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. বশীর আহমেদ বাংলানিউজকে এসব বিষয় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অন চেসিস সুবিধায় ডেলিভারি নিয়ে অননুমোদিত গুদামে বেআইনিভাবে মজুদ করা হচ্ছিল। যা বন্ডেড ওয়্যার হাউস সুবিধার অপব্যবহার। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোম্বর ১৮, ২০২২
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।