ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে চার ব্যবসায়ীকে জরিমানা  

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
বোয়ালখালীতে চার ব্যবসায়ীকে জরিমানা  

চট্টগ্রাম: বোয়ালখালীতে ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির করায় চার ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন এ অভিযান পরিচালনা করেন।

তিনি বাংলানিউজকে বলেন, বোয়ালখালীতে ফুটপাত দখল করে মালামাল রাখায় উপজেলার সদরের মদিনা স্টোরকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী ২ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় কানুনগোপাড়ার শুভ মিষ্টি ভান্ডারকে ৫ হাজার টাকা, মিলন সুইটসকে ২০ হাজার টাকা এবং দাশের দিঘীর পাড় এলাকার আসাদীয়া সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এসময় ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার এবং স্বাস্থ্য সম্মতভাবে খাবার উৎপাদনের নির্দেশনা প্রদান করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।