ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে দুই দালাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
চমেক হাসপাতালে দুই দালাল আটক চমেক হাসপাতাল। ফাইল ছবি

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দালালকে আটক করা হয়েছে।  তারা হলেন- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হারলা আমির আলীর বাড়ির নুর মোহাম্মদের ছেলে মো. মইন উদ্দিন (৩২)।

তিনি ন্যাশনাল ফার্মেসির কর্মচারী। বোয়ালখালী উপজেলার কধুরখীল তালুকদার বাড়ির মিলন দে’র ছেলে রয়েল দে (২৭)।
তিনি সিকদার ফার্মেসির কর্মচারী।  

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বাংলানিউজকে বলেন, দুপুরে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দালালকে আটক করা হয়েছে। তারা বিভিন্নভাবে রোগীদের হয়রানি করতো। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।