ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেলা পরিষদ নির্বাচন, ভোটকেন্দ্রে আটক ২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
জেলা পরিষদ নির্বাচন, ভোটকেন্দ্রে আটক ২  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢুকে ছবি তোলার চেষ্টার অভিযোগে দুই ভোটারকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ অক্টোবর) ফটিকছড়ি ও কর্ণফুলীর দুই কেন্দ্র থেকে তাদের আটক করা হয় এবং মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

তিনি বাংলানিউজকে বলেন, ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে ছবি তোলার চেষ্টা করায় ফটিকছড়ি উপজেলা শিল্পকলা একাডেমির শহীদ বীর মুক্তিযোদ্ধা শফিকুন নুর মাওলা গণমিলনায়তন ও কর্ণফুলীর শিকলবাহা ক্রসিংয়ের রিভারভিউ কমিউনিটি সেন্টার কেন্দ্র থেকে দুই জনকে আটক করা হয়। তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করার অভিযোগে তৌহিদুল নামে এক ইউপি সদস্যের ফোন জব্দ করেন নির্বাচন কর্মকর্তারা। এ বিষয়ে নির্বাচন কর্মকর্তারাই সিদ্ধান্ত দিবেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।