ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এফএম রেডিও স্টেশনের বর্ষপূর্তিতে সুধী সমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এফএম রেডিও স্টেশনের বর্ষপূর্তিতে সুধী সমাবেশ

চট্টগ্রাম: বেসরকারি এফ এম রেডিও স্টেশন ‘রেডিও টুডে এফএম ৮৯.৬’ এর ১৬ বছরপূর্তি উপলক্ষে সুধী সমাবেশ আয়োজন করেছে চট্টগ্রাম অফিস।  

শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৃথা পারমিতার সঞ্চালনায় রেডিও টুডে চট্টগ্রামের হেড অব স্টেশন বিশ্বজিৎ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার সিএমপি দক্ষিণ মোস্তাফিজুর রহমান, পিএইচপি গ্রুপের কর্ণধার সুফি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।  

মেয়র রেজাউল করিম চৌধুরী তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের সময় রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই রেডিওর গুরুত্ব এবং অবস্থান একই রয়েছে।

 

আ জ ম নাছির উদ্দিন বলেন, এখনো রেডিওর অনেক কার্যকর ভূমিকা পালন করার অবকাশ রয়েছে। রেডিও টুডে নতুন বছরে নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করবে এই প্রত্যাশা রাখি।

পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, মিডিয়া যেন আমাদের সহযোগী হিসেবে কাজ করে।  

এছাড়া বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এর জন্য মিডিয়ার প্রতি আহ্বান জানান। আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।