ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিথিলা আইচের কবিতার বই ‘ব্রেভলি’র পাঠ উন্মোচন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
মিথিলা আইচের কবিতার বই ‘ব্রেভলি’র পাঠ উন্মোচন ...

চট্টগ্রাম: তরুণ কবি মিথিলা আইচের প্রথম কবিতার বই ‘ব্রেভলি’র পাঠ উন্মোচন হয়েছে।  

শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে প্রকাশনা সংস্থা খড়িমাটি থেকে প্রকাশিত মনস্তাত্বিক গদ্য কবিতার এ বইটিতে মিথিলা আইচ তার নিঃসঙ্গতার ঘোরকে অতিক্রম করার এক পাঠ তুলে রেখেছেন।

 

মিথিলার এই গদ্য কবিতাগুলো সাহস সন্তরণের উজ্জ্বল দৃষ্টান্ত এবং তা অনেকের প্রেরণা হবে বলেও মন্তব্য করেন আলোচকরা।  

পাঠ উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম।

আলোচক ছিলেন চিটাগাং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের গেস্ট স্কলার ও অ্যাডভাইজর প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, সাংবাদিক জ্যোতির্ময় নন্দী, কবি-সাংবাদিক ওমর কায়সার, ইঞ্জিনিয়ার নীপেশ রঞ্জন হোড়, শিক্ষক শিব শংকর সেন, মুক্তিযোদ্ধা সাথী দাশ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুকান্ত আইচ, চলচ্চিত্র নির্মাতা শৈবাল চৌধূরী, কথাসাহিত্যিক মিলন বণিক।

মনিরুল মনিরের সঞ্চালনায় আবৃত্তি করেন সংস্কৃতিজন সজল চৌধুরী, সব্যসাচী টিটু।

উল্লেখ্য, মিথিলা আইচ ৭ নভেম্বর ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন। পিতা ডা. সুকান্ত আইচ ও মাতা শ্যামলী আইচ। তিনি বর্তমানে ইউকে’র ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস থেকে ক্রিয়েটিভ রাইটিংয়ে স্মাতক করছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।