ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ড ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

 

শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ট্যাংক ফার্ম এলাকার মিটারিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৮টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিপিসির পরিচালক (অপারেশন) সৈয়দ খালিদ আহম্মেদ বাংলানিউজকে বলেন, ইস্টার্ন রিফাইনারির জেনারেল ম্যানেজার রায়হান আহম্মেদকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এমআই/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।