ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুঃসময়ে গোলাম কাদের চৌধুরী আ.লীগের জন্য কাজ করেছিলেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
দুঃসময়ে গোলাম কাদের চৌধুরী আ.লীগের জন্য কাজ করেছিলেন বক্তব্য দেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব।

চট্টগ্রাম: রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব বলেছেন, অনেক দুঃসময়ে গোলাম কাদের চৌধুরী আওয়ামী লীগের জন্য কাজ করেছিলেনl রাউজানে আওয়ামী লীগের পতাকা উড্ডীন রাখতে বঙ্গবন্ধুর এ সৈনিক নিরবচ্ছিন্ন কাজ করেছিলেন l তাঁর রেখে যাওয়া কর্মময় জীবন প্রগতিশীলদের অনুপ্রেরণা হয়ে থাকবে।  

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবে আওয়ামীলীগ নেতা গোলাম কাদের চৌধুরীর নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন।

 

নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক সাংবাদিক খোরশেদুল আলম শামীমের সভাপতিত্বে সদস্যসচিব ও দেশটিভির বিভাগীয় প্রধান আলমগীর সবুজের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিমউদদীন হিরু, লেখক সাংবাদিক শওকত বাঙালি, মানবাধিকার সংগঠক আমিনুল হক বাবু, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর শাহীন আক্তার রোজী, শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুল হালিম চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, বেক্সিমকোর ব্যবস্থাপক মুহাম্মদ মহসিন চৌধুরী।  

আলোচনায় অংশ নেন হেলাল উদ্দিন মো. কমরুল, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, সাবেক ছাত্রনেতা গোলাম মামুন জাবু, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোজাফফর সালাম মুবিন, সাংবাদিক আল রাহমান, রাউজান উপজেলা যুবলীগ সহ সভাপতি সারজু মোহাম্মদ নাছের, জিএম মোর্শেদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. শওকত হোসেন, মো. নাঈম উদ্দীন, উন্নয়ন কর্মকর্তা চন্দন বড়ুয়া, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির, লায়ন শফিকুর রহমান চৌধুরী, জাফর ইকবাল, মো. জাকির হোসেন, সুমন শর্মা, রফিকুল ইসলাম মল্লিক, ইউপি সদস্য সরওয়ার আজাদ, মো. মহিউদ্দীন, মো. হানিফ।

মরহুমের জীবনী পাঠ করেন অধ্যাপক হুমায়ুন করিম এবং পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জানান মঈনুদ্দীন কাদের লাভলু।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।