ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব শুরু শুক্রবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
চবি হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব শুরু শুক্রবার ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকে দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান বিভাগ। অনুষ্ঠানে বিভাগের প্রায় সাড়ে চার হাজার শিক্ষক-শিক্ষার্থী অংশ নেবেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জানান সুবর্ণজয়ন্তী উদযাপনের আহ্বায়ক ও ব্যবসা প্রশাসন অনুষ্ঠানের ডিন অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন নিজামী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী শুক্র ও শনিবার হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে।

প্রথম দিন বিকেল ৩টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

উৎসবের দ্বিতীয় দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সকাল ৯টায় থেকে শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি অতিথি থাকবেন অধ্যাপক অমল ভূষণ নাগ, ড. মো. আবদুল হাই, অধ্যাপক ড. মনজুর মোরশেদ মাহমুদ, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারের সচিব মো. মোহসিন চৌধুরী, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের, চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন নিজামীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেবেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ও হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আইয়ুব ইসলাম। স্মারক বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের অ্যাকাউন্টিং রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. ভবতোষ ব্যানার্জী।  

শেষদিন বিকেল ৪টায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন শিল্পী নকীব খান ও ঐশী। থাকবে শিরোনামহীন ও তীরন্দাজের পরিবেশনাও।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমদ সালাউদ্দিন, ড. মো. আবদুর রহমান, সুবর্ণজয়ন্তী উৎসবের প্রধান সমন্বয়ক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ড. মো. সেলিম উদ্দীন, ড. মো. ইকবাল হোছাইন, উদযাপন কমিটির সদস্যসচিব ড. মো. আলী আরশাদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।