ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি সমাবেশের নামে সন্ত্রাস করলে দাঁতভাঙা জবাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
বিএনপি সমাবেশের নামে সন্ত্রাস করলে দাঁতভাঙা জবাব ছবি: বাংলানিউজ।

চট্টগ্রাম: বিএনপির বিভাগীয় সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গায়ে পড়ে বিরোধ তৈরি করবে না আওয়ামী লীগের নেতারা।

তবে বিএনপির নেতা-কর্মীরা তাঁদের গায়ের ওপর এসে গেলে ছেড়ে দেবেন না বলেও হুঁশিয়ার করেছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা।  

সোমবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন নেতারা।

সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, ১২ অক্টোবর বিএনপি কর্মসূচি দিয়েছে। নিয়মতান্ত্রিকভাবে তারা কর্মসূচি পালন করবে বলে আমরা আশা করছি। আমরাও তাই পাল্টা কর্মসূচি দিচ্ছি না। তবে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত। কেননা অতীতে বিএনপি আগুন সন্ত্রাস করেছে। এমন কিছু আর হতে দেওয়া যাবে না।  

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ইদানীং দেশের বিভিন্ন জায়গায় বিএনপি সভা-সমাবেশ করছে। সেসব কর্মসূচিতে তারা আপত্তি ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। চট্টগ্রামেও তারা যে কর্মসূচির ডাক দিয়েছে- তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তবে একই সঙ্গে আমাদের নেতাকর্মীদের বলে দিয়েছি সতর্ক থাকতে। কোনো কিছু হলে আমরা রাজনৈতিকভাবে জনগণকে নিয়ে তাঁদের রুখে দেব।

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম বলেন, আমরা বিএনপিকে কোনো বাধা দেব না। তবে বিএনপি ও তাদের শরিক জামায়াতসহ অন্যরা মিলে জানমালের ক্ষতি করতে পারে। আমাদের নেতাকর্মীরা তাদের গায়ে পড়ে বিরোধ তৈরি করবে না, তবে তারা গায়ের ওপর এসে গেলে চুপ থাকবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান প্রমুখ।

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার নগরীর পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বিএনপির এই মহাসমাবেশকে সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।