ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় মহাবিপন্ন উল্লুক উদ্ধার, ২ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
লোহাগাড়ায় মহাবিপন্ন উল্লুক উদ্ধার, ২ পাচারকারী আটক ...

চট্টগ্রাম: পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় একটি মহাবিপন্ন উল্লুক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

 

শনিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে লোহাগাড়ার চুনতি ফরেস্ট অফিসের সামনে উল্লুকটি উদ্ধার করা হয়।  

লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি ফরেস্ট অফিসের সামনে থেকে মহাবিপন্ন প্রজাতির উল্লুক উদ্ধার করা হয়েছে।

এসময় মাজহারুল (৩৫) ও মুবিন (৩০) নামে দুইজনকে আটক করা হয়। মাজহারুল কুমিল্লার দাউদকান্দি ও মুবিন দেবিদ্বার এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

ওসি জানান, পাচারকারীরা উল্লুকটি বান্দরবানের আলীকদম এলাকা থেকে ধরে চকরিয়া হয়ে লোহাগাড়ায় নিয়ে আসে। এখান থেকে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ‘নাইস বার্ড গার্ডেন’ নামের একটি দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল বলে তারা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ৮ অক্টোবর, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।