ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডিবি পরিচয়ে চাঁদা দাবি, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
ডিবি পরিচয়ে চাঁদা দাবি, গ্রেফতার ১

চট্টগ্রাম: বাসায় ঢুকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে মারধর করে চাঁদা দাবি ও চুরির অপরাধে মো. মাঈন উদ্দিন বাবু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) বিভাগ।  

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় মহানগর গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এ তথ্য জানিয়েছেন।

 

গ্রেফতার মো. মাঈন উদ্দিন বাবু প্রকাশ নোহা বাবু, আনোয়ারা উপজেলার ডুমুরিয়া মোস্তাক হাজীর বাড়ির মৃত শামছুল আলমের ছেলে।  

তিনি জানান, নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় বাসায় ঢুকে চাঁদা দাবি ও চুরির অপরাধে মো.মাঈন উদ্দিন বাবু নামে ভুয়া এক ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নগরের হালিশহর থানায় একটি মামলা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।