ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হাইড্রোলিক হর্ন ব্যবহার, ১১ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, সেপ্টেম্বর ২৯, ২০২২
হাইড্রোলিক হর্ন ব্যবহার, ১১ জনকে জরিমানা ...

চট্টগ্রাম: উচ্চ শব্দের ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের করায় ১১ জনকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে কর্ণফুলী থানার শিকলবাহা, ওয়াই জংশন এলাকায় পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম গবেষণাগার এবং অঞ্চল কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম অভিযানটি পরিচালনা করেন।

তিনি বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের সহায়তায় কর্ণফুলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাড়িতে উচ্চ শব্দের ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ১১টি মামলায় ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আমাদের এ অভিযান চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুল হাসান, সিনিয়র কেমিস্ট হোযায়ফাহ্ সরকার, সহকারী বায়োকেমিস্ট কামাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।