ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাসের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
বাসের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

চট্টগ্রাম: মিরসরাইয়ে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় মো. হাবিবুর রহমান (৩৫) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে খৈয়াছড়া ঝর্ণা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

মো. হাবিবুর রহমান, চাঁদপুর জেলার সদর থানার কামরাঙা বাজার এলাকার রামপুর পাটোয়ারি বাড়ির আলমগীর হোসেনের ছেলে। তিনি বেসরকারি সংস্থা শক্তি ফাউন্ডেশনের মিরসরাইয় অফিসে কর্মরত ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেন। এতে মো. হাবিবুর রহমান গুরুতর আহত হয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে, বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।