ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন

১২ জনের প্রার্থিতা প্রত্যাহার, ভোটযুদ্ধে ৬৮ প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
১২ জনের প্রার্থিতা প্রত্যাহার, ভোটযুদ্ধে ৬৮ প্রার্থী ...

চট্টগ্রাম: জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক প্রার্থীসহ ১২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ৭২ প্রার্থীর মধ্যে বিনাভোটে নির্বাচিত হতে যাচ্ছেন ৪ জন।

ভোটযুদ্ধে থাকছেন ৬৮ জন প্রার্থী। সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

এরপর শুরু হবে প্রচারণা।  

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম ও নারায়ণ রক্ষিত। সংরক্ষিত সদস্য পদে ২২ জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থী ভোটযুদ্ধে থাকছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম বলেন, সদস্য পদে ৪৮ জন প্রার্থীর মধ্যে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। চেয়ারম্যান পদে দুইজন ও সংরক্ষিত সদস্য পদে ২২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে এক প্রার্থীসহ ১২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেছেন উত্তর জেলা কৃষক লীগ নেতা মো. ফয়েজুল ইসলাম। সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে দিলোয়ারা বেগম, ৩ নম্বর ওয়ার্ডে তিষণ ভট্টাচার্য ও ৪ নম্বর ওয়ার্ডে সুমী দে।

সাধারণ সদস্য পদে ৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন- ১ নম্বর ওয়ার্ডে মিহির কান্তি নাগ ও কালু কুমার দে। ৩ নম্বর ওয়ার্ডে মো. মাহফুজুর রহমান ও নাদিম শাহ আলমগীর। ৫ নম্বর ওয়ার্ডে আবু বক্কর সিদ্দিকী। ৮ নম্বর ওয়ার্ডে মো. আবুল মোকারম, মনসুর আহমদ ও মিজানুর রহমান।

সদস্য পদে একক প্রার্থী হিসেবে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) ওয়ার্ডে প্রদীপ রঞ্জন চক্রবর্তী, চট্টগ্রাম-৬ (রাউজান) কাজী আবদুল ওহার, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনীয়া) আবুল কাশেম চিশতী এবং চট্টগ্রাম-১২ (আনোয়ারা ও চসিক) এসএম আলমগীর চৌধুরী।

সংরক্ষিত সদস্য পদে প্রার্থীরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে জাহান আরা নাজনীন, ইয়াসমিন আক্তার কাকলী, রওশন আরা বেগম, ইসমত আরা সুলতানা ও নার্গিস আকতার। ২ নম্বর ওয়ার্ডে দিলোয়ারা ইউসুফ, জুবাইদা ছরওয়ার চৌধুরী নিপা, অ্যাডভোকেট উম্মে হাবিবা। ৩ নম্বর ওয়ার্ডে তাহমিনা আকতার চৌধুরী, জগদা চৌধুরী, মোস্তফা রাহিলা চৌধুরী। ৪ নম্বর ওয়ার্ডে মোছাম্মৎ দিলু আরা বেগম, দিলুয়ারা বেগম, রেহেনা বেগম (ফেরদৌস) চৌধুরী, সাদেজা বেগম, মোছাম্মৎ ফারহানা আফরীন জিনিয়া। ৫ নম্বর ওয়ার্ডে দিলোয়ারা বেগম, রুখসানা আকতার, শাহিদা আকতার জাহান, শিকু আরা বেগম, তসলিমা আকতার, সুরাইয়া খানম।

সাধারণ সদস্য পদে ৪৪ প্রার্থীরা হলেন- ২ নম্বর ওয়ার্ডে (সীতাকুণ্ড) আ ম ম দিলসাদ ও মো. শওকতুল আলম। ৩ নম্বর ওয়ার্ডে (সন্দ্বীপ) মো. নুরুন্নবী (ভুট্টো), মুহাম্মদ সিদ্দিকুর রহমান, মো. রফিকুল ইসলাম, মিজানুর রহমান, সাহেদ সরওয়ার শামীম, মো. আলাউদ্দিন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কামরুল হাসান (আলাল)। ৪ নম্বর ওয়ার্ডে (ফটিকছড়ি) মো. আমান উল্লা খান চৌধুরী ও আখতার উদ্দিন মাহমুদ। ৫ নম্বর ওয়ার্ডে (হাটহাজারী ও চসিক আংশিক) মো. আবু আলম, গোলাম মোস্তফা, জাফর আহমেদ, মোহাম্মদ আলমগীর, মো. নুরুল আবছার, এইচএম আলী আবরাহা, মো. মনজুর হোসেন চৌধুরী, মো. এজাহার মিয়া, মো. সেলিম উদ্দিন। ৮ নম্বর ওয়ার্ডে (বোয়ালখালী ও চসিক আংশিক) মোহাম্মদ ইউনুছ ও বোরহান উদ্দিন মো. এমরান। ৯ নম্বর ওয়ার্ডে (কর্ণফুলী ও চসিক আংশিক) ইসলাম আহমদ, অধ্যাপক মো. রাশেদুল হাসান। ১০ নম্বর ওয়ার্ডে (পটিয়া) মোহাম্মদ শাহাদাত হোসেন, দেবব্রত দাশ। ১১ নম্বর ওয়ার্ডে (চন্দনাইশ) মো. শেখ টিপু চৌধুরী, আবু আহমেদ চৌধুরী। ১৩ নম্বর ওয়ার্ডে (বাঁশখালী) সাহাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ আবদুল আজিজ চৌধুরী, কল্যাণ বড়ুয়া, মো. হামিদ উল্লাহ, মো. নুর হোছাইন, এম জিল্লুল করিম শরীফি, মোজাম্মেল হক সিকদার, মো. নুরুল মোস্তফা সিকদার, মোহাম্মদ আলমগীর করিব, মো. খালেকুজ্জামান। ১৪ নম্বর ওয়ার্ডে (সাতকানিয়া) মনির আহমদ, গোলাম ফেরদৌস, আবদুল আলিম। ১৫ নম্বর ওয়ার্ডে (লোহাগাড়া) আনোয়ার কামাল, মোহাম্মদ এরফানুল করিম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।