ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এসএসসি পরীক্ষা: চট্টগ্রামে অনুপস্থিত ১ হাজার ৬৮২ জন, বহিষ্কার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এসএসসি পরীক্ষা: চট্টগ্রামে অনুপস্থিত ১ হাজার ৬৮২ জন, বহিষ্কার ১ ...

চট্টগ্রাম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২১৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।  

ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ১ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। পটিয়ার একটি কেন্দ্রে একজনকে বহিষ্কার করা হয়েছে।
 

সোমবার (১৯ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বাংলানিউজকে এসব বিষয় নিশ্চিত করেছেন।  

জানা গেছে, চট্টগ্রামে ১২৫ কেন্দ্রে ১ লাখ ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিচ্ছে ৯৯ হাজার ৮৫৮ জন। অনুপস্থিত ১ হাজার ১৯৬ জন।

কক্সবাজারে ২৯টি পরীক্ষা কেন্দ্রে ২১ হাজার ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২০ হাজার ৮৮১ জন এবং অনুপস্থিত ছিল ২৬৭ জন।

রাঙামাটি জেলায় ২১টি পরীক্ষা কেন্দ্রে ৬ হাজার ৫৬৬ জনের মধ্যে অংশ নেয় ৬ হাজার ৫০৬ জন। অনুপস্থিত ছিল ৬০ জন পরীক্ষার্থী।

খাগড়াছড়ি জেলায় ২৩টি পরীক্ষা কেন্দ্রে ৭ হাজার ৩৭১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ২৭৪ জন এবং অনুপস্থিত ছিল ৯৭ জন।

বান্দরবান জেলায় ১৫টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ৩৩৭ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ২৭৫ জন এবং অনুপস্থিত ছিল ৬২ জন পরীক্ষার্থী।  

২১৩টি পরীক্ষা কেন্দ্রে মোট অনুপস্থিত ছিল ১ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ  বাংলানিউজকে বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬৮২ জন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো। সেইসাথে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।