ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভেঙে দিল রেলের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
ভেঙে দিল রেলের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা

চট্টগ্রাম: ফেনী থেকে লাকসাম লেভেল ক্রসিং  গেইট ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে রেলওয়ের শূন্য দশমিক ৮৭ একর জমি উদ্ধার করেছে ভূ-সম্পত্তি বিভাগ। এছাড়াও ১১০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৪০৫ জনকে অবৈধ দখলদারকে বিতাড়িত করা হয়।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে রেলের জায়গায় পাকা, সেমিপাকা ও টিনশেড স্থাপনা তৈরি করে বসবাস করে আসছিল কিছু দখলদার।

তাদের উচ্ছেদ করে শূন্য দশমিক ৮৭ একর জায়গা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।