ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ১৫ উপজেলায় শিশুদের টিকা কার্যক্রম শুরু ১১ অক্টোবর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
চট্টগ্রামে ১৫ উপজেলায় শিশুদের টিকা কার্যক্রম শুরু ১১ অক্টোবর  ফাইল ছবি

চট্টগ্রাম: আগামী ১১ অক্টোবর থেকে চট্টগ্রামে ১৫ উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।  

রোবাবার (১৮ সেপ্টেম্বর) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।

 

তিনি বলেন, উপজেলা পর্যায়ে শিশুদের টিকা কার্যক্রম আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে। এরই মধ্যে আমাদের যে সকল প্রস্তুতি রয়েছে তা সম্পন্ন করবো।

শিশুদের টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা শিক্ষা অফিস থেকে শিক্ষার্থীদের একটি তালিকা পাঠানো হয়েছে। সে অনুযায়ী আমাদের এ কার্যক্রম চালানো হবে।  

জেলা শিক্ষা অফিসের তথ্যানুযায়ী, চট্টগ্রামে ১০ লাখ ৪৫ হাজার ৩২৪ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ছেলে ৫ লাখ ৮ হাজার ৮৩৪ জন, মেয়ে ৫ লাখ ৩৬ হাজার ৪৯০ জন।
আগামী ১১ অক্টোবর জেলা পর্যায়ে শিশুদের টিকা কার্যক্রম শুরু হলেও গত ২৪ আগস্ট থেকে চট্টগ্রাম মহানগরে শুরু হয় এ কর্মসূচি।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।