ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘পিতা জেগে ওঠো’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
‘পিতা জেগে ওঠো’ ...

চট্টগ্রাম: বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের ১৮ বছর পূর্তি উপলক্ষে নগরের জেলা শিল্পকলা একাডেমি গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হলো আবৃত্তি সন্ধ্যা।  

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনের সদস্যদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে নিবেদিত বৃন্দ পরিবেশনার শিরোনাম ছিল ‘পিতা জেগে ওঠো’।

 

এরপর বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে এবং মিশু ভট্টাচার্যের সঞ্চালনায় কথামালা পর্বে অংশ নেন চসিক কাউন্সিলর পুলক খাস্তগীর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু ও সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি ফারুক তাহের।

কবিতা পাঠ করেন কবি আশীষ সেন, আ ফ ম মোদাচ্ছের আলী, মনিরুল মনির ও আলী প্রয়াস।

একক আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, বনকুসুম বড়ুয়া, প্রণব চৌধুরী, মশরুর হোসেন, মুজাহিদুল ইসলাম, শাহরিয়ার তানজিম, মোহাম্মদ সেলিম ভূইয়া, জেবুন নাহার শারমিন, ইকবাল হোসেন জুয়েল, অনির্বাণ চৌধুরী, বর্ষা চৌধুরী, ঐশী পাল ও পুনম দত্ত।  

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের পক্ষে আবৃত্তি করেন অনন্যা চৌধুরী, তামান্না আক্তার ও স্বপ্ননীলা চৌধুরী। আমন্ত্রিত সংগঠন হিসেবে আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।