ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যমজ শিশুর মৃত্যু, দুই আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
যমজ শিশুর মৃত্যু, দুই আসামি গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের দক্ষিণ পাহাড়তলী থানাধীন ঝর্নাপাড়ায় নিবন্ধনবিহীন মাতৃসেবা নরমাল ডেলিভারি সেন্টারে অক্সিজেনের অভাবে দুই যমজ নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-বৃষ্টি রাণী দে (৩৩) ও নাসরীন বেগম (৩৯)।

এর আগে ওই প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ডবলমুরিং থানায় চিঠি দিয়েছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন।

সূত্র জানায়, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ওই ডেলিভারি সেন্টারে অটোটেম্পু চালক মো. মনিরের স্ত্রী লাভলি বেগম দুই যমজ নবজাতকের জন্ম দেন।

মনিরের অভিযোগ করেন, ১০ হাজার টাকা বিল পরিশোধ করতে না পারায় নবজাতকদের আটকে রাখা হয়। তাদের চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়ে প্রতিবাদ করে। ততক্ষণে একটি শিশু মারা যায়। পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেকজন।  

সিভিল সার্জনের চিঠিতে উল্লেখ করা হয়, অভিযোগ পেয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) ওই প্রতিষ্ঠানে গিয়ে তালাবদ্ধ দেখা যায়। অভিযুক্তরা চিকিৎসা পেশার উপযুক্ত কোনও সনদ দেখাতে পারেনি। এছাড়া প্রতিষ্ঠানটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিলো।

সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চিঠি দিয়েছি।  

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, এ ঘটনায় ইতিমধ্যে মাতৃসেবা নরমাল ডেলিভারি সেন্টারের ৪ জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুইজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।