ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
পাহাড় কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম: নগরের বায়েজিদে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদফতর।  

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন বাদী হয়ে বায়েজিদ থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন, মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব (৫৫), মোস্তাক আহমেদ (৪৮), মো. আজিজুল হক (৩৫), আবদুল মান্নান (৩৫), আবদুল মাবুদ (৪৫), মো. ইমরান হোসেন (৫০), আনছার উল্লাহ (৩৮), রোকেয়া বেগম (৩৫), সিপতাহুল জান্নাত (২০), কামরুন নাহার (২৪), দেলোয়ার হোসেন (৭০)।

পরিবেশ অধিদফতরের পরিচালক (মেট্রো) হিল্লোল বিশ্বাস বাংলানিউজকে বলেন, পাহাড় কাটার জন্য কোনো অনুমতিও নেয়নি তারা।

নির্বিচারে পাহাড় কাটার ফলে পরিবেশ মারাত্মক ক্ষতিসাধন হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের শুনানীর জন্য নোটিশ দেওয়া হলেও তারা উপস্থিত হননি। সার্বিক বিবেচনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এমআর/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।