ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা দিয়ে মাতৃকালয় এর যাত্রা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা দিয়ে মাতৃকালয় এর যাত্রা  ...

চট্টগ্রাম: ক্যান্সার সচেতনতা বিষয়ক সামাজিক সংগঠন ‘মাতৃকালয়’ এর উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে নগরীর চেরাগী পাহাড়স্থ সংগঠন কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠান ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র  ও মাতৃকালয় এর প্রধান উপদেষ্টা  আ জ ম নাছির উদ্দীন।

অতিথি ছিলেন কোডেক পরিচালক ও সংগঠনের উপদেষ্টা মুনির হেলাল, নারী উদ্যোক্তা এবং কার্যকরী পরিষদ সদস্য আইভি হাসান, শিল্পী শ্রেয়সী রায় প্রমুখ।  

প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, এমন মহৎ উদ্যাগের জন্য সাধুবাদ জানাই এবং আমার দোয়া ও সহযোগিতা সবসময় এই সংগঠনের সাথে থাকবে। অনেকেরই নিকটজন প্রাণ হারান কিন্তু সেই শোককে শক্তিতে পরিণত করে এরকম কাজে রূপান্তর করা খুবই বিরল ব্যাপার।

সংগঠনের সভাপতি জয়াশীষ দাশ মাতৃকলয় এর প্রতিষ্ঠা ও ক্যান্সার নিয়ে কাজের স্বপ্নের কথা ব্যক্ত করে বলেন, আমার মা সহ পরিবারের ৩ জন নিকটাত্মীয়কে হারিয়েছি ক্যান্সারে। তাই আমি জানি এর মর্মযাতনা। সেই কারণে ক্যান্সার নিয়ে সমাজে সচেতনতা তৈরি করে প্রথমিকভাবে এই রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে মানুষকে জানাতে এই সংগঠনের সৃষ্টি, যেন প্রথম দিকেই এই প্রাণঘাতি রোগ সনাক্ত করে পদক্ষেপ নেওয়া যায়।

মুনির হেলাল সংঠনের ধারাবাহিকতা বজায় রাখা এবং মাঠ পর্যায়ে এর কার্যক্রম বিস্তৃতির ওপর জোর দেন। আইভি হাসান নারীর প্রতি পারিবার এবং সমাজের অবহেলাকে দায়ি করে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান, যাতে শুরুতেই ক্যান্সার সনাক্ত এবং চিকিৎসা আরম্ভ করা যায়।  

মাতৃকালয়ের  সমন্বয়কারী অনির্বাণ ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের জ্যেষ্ঠ্ সদস্য কনিকা দাশ, সদস্য দেবাশিষ দাশ এবং মাতৃকালয়ের সাধারণ সম্পাদক শুভাশীষ দাশসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য দেন।
 
অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন ক্যান্সার আক্রান্ত নুর জাহান বেগম, ভক্তি বড়ুয়া, আব্দুল জব্বার, রত্না সেন ও প্রীতি বড়ুয়ার পরিবারের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।