ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উখিয়া-টেকনাফে ২০০ জনকে কর্মবৃদ্ধিমূলক টুল কিটস বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
উখিয়া-টেকনাফে ২০০ জনকে কর্মবৃদ্ধিমূলক টুল কিটস বিতরণ ...

কক্সবাজার: উখিয়ার রাজাপালং, পালংখালী ও টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়া ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে ‘লাইভলিহুড সাপোর্ট ফর দ্য এক্সট্রিম পুওর ফ্যামিলিজ অব টেকনাফ অ্যান্ড উখিয়া উপজেলা’ প্রকল্পের আওতায় ১০টি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ও রোহিঙ্গা আগমনে ক্ষতিগ্রস্ত মোট ২০০ জন বেকার যুবক-যুবতীর মধ্যে কর্মবৃদ্ধিমূলক টুল কিটস্ বিতরণ করা হয়েছে।

সিএএফ আমেরিকা এবং লিনডে বাংলাদেশের সহযোগিতায় এবং উত্তরণের বাস্তবায়নে সম্প্রতি উখিয়ার রাজাপালংয়ের উত্তরণ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে লিনডে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সুজিত কুমার পাই, এইচআর হেড সাইকা মাজেদ, ট্যালেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজার আহমেদ ফুয়াদ এবং উত্তরণের কো-অর্ডিনেটর (রিসোর্স ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ) ফাতিমা হালিমা আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উত্তরণের শাহারিয়া পারভীন, কাজী মো. সোহরাব, এমএম হাসিবুর রহমান, মো. আবু জাফর বিশ্বাস ও মো. আরিফুজ্জামান খান উপস্থিত ছিলেন।

প্রকল্প সমন্বয়কারী এমএম হাসিবুর রহমান জানান, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে ২০১৭ সালে বিপুলসংখ্যক রোহিঙ্গা আশ্রয় নেওয়ার কারণে স্থানীয় মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের জীবনযাত্রার মান ব্যাপকভাবে বিপর্যস্ত হয়। মূলত ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

তিনি জানান, উখিয়া (রাজাপালং, পালংখালী ইউনিয়ন) এবং টেকনাফ (হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়া ইউনিয়ন) উপজেলার বেকার জনগোষ্ঠীর মধ্যে ২ হাজার ১০০ জনকে ২২ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ২০২০ সালে ৪০০ জন, ২০২১ সালে-১ হাজার ৬০০ এবং ২০২২ সালে ১০০ জন। এদের মধ্যে ১ হাজার ৩০২ জন নারী এবং ৭৯৮ জন পুরুষ। এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে  আদিবাসী কমিউনিটির ২৭৪ জন, শারীরিক প্রতিবন্ধী ৭ জনসহ বেকার যুবক-যুবতীকে কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং উদ্যেক্তা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়- ৫.৫৫ ঘন্টা, আগস্ট ২৫,২০২২,
এসবি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।