ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ৪০০০ কর্মীর পাশে কেএসআরএম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ৪০০০ কর্মীর পাশে কেএসআরএম ...

চট্টগ্রাম: মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের কর্মীদের দ্বিতীয় দফায় বেতন বাড়িয়েছে কেএসআরএম। এর মাধ্যমে কেএসআরএম কর্মীদের আয় ব্যয়ের পার্থক্য কমানোর উদ্যোগ নিয়েছে।

গত জানুয়ারিতে প্রথম দফায় কর্মরত সব স্তরের কর্মীর বেতন বাড়িয়েছিল কেএসআরএম।  

২৫ আগস্ট দ্বিতীয়বার বেতন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

তবে তা কার্যকর হবে ১ আগস্ট থেকে। নিম্নআয়ের (যাদের বেতন ২৫ হাজারের নিচে) প্রায় ৪ হাজার কর্মী এ সুবিধা পাবেন। এতে প্রতিমাসে কেএসআরএমের বাড়তি খরচ হবে প্রায় কোটি টাকা। এ ঘোষণায় কর্মীদের আর্থিক টানাপোড়েন কিছুটা হলেও স্বস্তি আসবে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

জানতে চাইলে কেএসআরএম উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত এ প্রসঙ্গে বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষ বেশ বেকায়দায়। হঠাৎ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় জনজীবনে প্রভাব পড়েছে। অনেকের পক্ষে পরিস্থিতি সামলিয়ে চলা মুশকিল হয়ে পড়েছে। যদিও সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে পরিস্থিতি সামলে নেওয়ার। পরিস্থিতি সামলে নিতে সরকার যেমন অনেক পদক্ষেপ নিয়েছে, আমাদেরও যার যার অবস্থান থেকে এগিয়ে আসবে হবে। নিতে হবে পদক্ষেপ। কেএসআরএম সেই তাড়না থেকে নিম্নআয়ের কর্মীদের পাশে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি কর্মীদের প্রতি কেএসআরএমের উদার দৃষ্টিভঙ্গি আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।