ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অনুপস্থিত ৪৩ হাজার ভর্তি পরীক্ষার্থীর কাছ থেকে চবির আয় সাড়ে ৩ কোটি 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
অনুপস্থিত ৪৩ হাজার ভর্তি পরীক্ষার্থীর কাছ থেকে চবির আয় সাড়ে ৩ কোটি  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৭২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৪৩ হাজার ৪১৮ জন। যা মোট ভর্তি পরীক্ষার্থীর ৩০ দশমিক ২১ শতাংশ।

 

এদিকে গতবারের চেয়ে ২০০ টাকা বাড়িয়ে এবার ভর্তি পরীক্ষার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয় ৮৫০ টাকা। যার ফলে মোটা অঙ্কের টাকা দিয়ে আবেদন করলেও ৪৩ হাজার আবেদনকারীর পরীক্ষায় অংশ না নেওয়াটা আলোচিত হয়েছে।

 

পরীক্ষায় অংশ না নেওয়া ৪৩ হাজার ৪১৮ জন পরীক্ষার্থীর কাছ থেকে চবি কর্তৃপক্ষ আয় করেছে ৩ কোটি ৫৯ লাখ ৫ হাজার ৩০০ টাকা। অপরদিকে এবার ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারী ১ লাখ ৪৩ হাজার ৭২৭ জন পরীক্ষার্থীর কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে ১২ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৯৫০ টাকা।

এ ছাড়া গত ৮ জুলাই পর্যন্ত চবিতে আবেদন করেন ১ লাখ ৫৯ হাজার ১০৪ জন ভর্তীচ্ছু শিক্ষার্থী। তবে আবেদন ফি জমা না দেওয়ায় চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েন ১৫ হাজার ৩৭৭ জন।  

গত ১৬ আগস্ট থেকে শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত চলে চবির ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা। এবার ভর্তি পরীক্ষায় গড়ে প্রতিটি ইউনিটে ৩০ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

কোন ইউনিটে অনুপস্থিত কত:

এ-ইউনিটে ৫৪ হাজার ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ১৩৯ জন। অনুপস্থিত ২০ হাজার ৯৬৭ জন। যা ৩৮ দশমিক ৭৯ শতাংশ।  

বি-ইউনিটে ৩৫ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৬ হাজার ৬০৭ জন। অনুপস্থিত ৯ হাজার ১৭২ জন। যা ২৫ দশমিক ৬৩ শতাংশ।

সি-ইউনিটে ১১ হাজার ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৯ হাজার ২২৩ জন। অনুপস্থিত ১ হাজার ৮৩৭ জন। যা ১৭ দশমিক ৬০ শতাংশ।

ডি-ইউনিটে ৩৯ হাজার ৩৯২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৯ হাজার ৮২ জন। অনুপস্থিত ১০ হাজার ৩১০ জন। যা ২৬ দশমিক ১৮ শতাংশ।

বি-১ এবং ডি-১ উপ-ইউনিটে ৩ হাজার ৩৯০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ২৫৮ জন। অনুপস্থিত ১ হাজার ১৩২ জন। যা ৩৩ দশমিক ৩৯ শতাংশ।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।