ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চার সদস্য সাময়িক বরখাস্ত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চার সদস্য সাময়িক বরখাস্ত  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম রেলস্টেশনে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় প্রাথমিক তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে তাদের বরখাস্ত করা হয়।

তারা হলেন- সিপাহী মাইন হাসান রাকিব, ইয়াছির আরাফাত, লিটন চাকমা, হাবিলদার মো. রবিউল ইসলাম। আরেকজনের নাম জানা যায়নি।

রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম রেলস্টেশনে একটি অপ্রীতিকর ঘটনার সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আরএনবির চারজন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।