ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ১০ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
চট্টগ্রামে ১০ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা ...

চট্টগ্রাম: চট্টগ্রামে ৫ থেকে ১১ বছর বয়সী ১০ লাখ শিশুকে করোনার টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা শিক্ষা অফিসের তথ্যানুযায়ী, চট্টগ্রাম ১০ লাখ ৪৫ হাজার ৩২৪ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ছেলে ৫ লাখ ৮ হাজার ৮৩৪ জন, মেয়ে ৫ লাখ ৩৬ হাজার ৪৯০ জন।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি এতে সরকারি স্কুলের ছাত্র-ছাত্রী ছাড়াও বেসরকারি কিন্ডারগার্ডেন স্কুলের ছাত্র-ছাত্রীরা রয়েছে।

কোনো শিশু যাতে বাদ না পড়ে সে বিষয়টি আমরা লক্ষ্য রাখছি।  

এদিকে, সিটি করপোরেশনের পক্ষ থেকে শিশুদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হলেও জেলা পর্যায়ে এখনও শুরু হয়নি এ কার্যক্রম। তবে শীঘ্রই কার্যক্রম শুরু করার কথা জানান জেলা সিভিল সার্জন।  

সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৫ আগস্ট) নগরে ৩১ কেন্দ্রের মাধ্যমে ১৫ হাজার ৪২৫ জন শিশুকে করোনার টিকা দেওয়া হবে। এর মধ্যে কাট্টলী প্রাণহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪৮৬ জন এবং সেন্ট স্কলাস্টিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২০০ জন, হামিদিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৫০ জন এবং চর চাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বোচ্চ ১০২০ জন শিশুকে টিকা দেওয়া হবে।  

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বাংলানিউজকে বলেন, আমাদের প্রস্তুতি রয়েছে। সরকারি নির্দেশনার ব্যাপার আছে। সেটি পেলে জেলা পর্যায়ে আমাদের কার্যক্রম শুরু করবো।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।