ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাঠ কেটে পরিবহন, দিতে হলো জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
কাঠ কেটে পরিবহন, দিতে হলো জরিমানা  ...

চট্টগ্রাম: অবৈধভাবে কাঠ কেটে পরিবহনের অপরাধে মো. আলমগীর নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

সোমবার (২২ আগস্ট) দুপুরে হাটহাজারী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

জানা গেছে, চট্টগ্রাম বন আইন ১৯২৭ এর ২৬(১ ক) ধারায় মো. আলমগীর নামের এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত কাঠ বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, অবৈধভাবে কাঠ কাটা ও পরিবহনের অপরাধে মো. আলমগীর নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত কাঠ বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।