ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদক মামলায় যুবকের ৫ বছর কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
মাদক মামলায় যুবকের ৫ বছর কারাদণ্ড  ...

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার মাদক মামলায় মো.মমিনুল ইসলাম বিপ্লব (৩৫) নামে এক যুবককে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (২২ আগস্ট) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন।

রায়ের সময় আদালতে আসামি অনুপস্থিত ছিলেন।  

সাজাপ্রাপ্ত আসামি বগুড়া জেলার আদমদিঘী থানাধীন শান্তহার আজিজ কলোনির মৃত নজরুল ইসলামের ছেলে মো. মমিনুল ইসলাম বিপ্লব (৩৫)।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১২ ডিসেম্বর নগরের কালামিয়া বাজার থেকে মো. মমিনুল ইসলাম বিপ্লবকে আটক করা হয়। পরে তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করেন তৎকালীন বাকলিয়া থানার এএসআই মো.মোবারক হোসাইন।  

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, মাদকের মামলায় মো. মমিনুল ইসলাম বিপ্লব নামের এক আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
  
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।