ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কদলপুরে গুণীজন সংবর্ধনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
কদলপুরে গুণীজন সংবর্ধনা

চট্টগ্রাম: রাউজানের কদলপুর ব্রজেন্দ্র মাস্টারের বাড়িতে গুণীজন সংবর্ধনা দিয়েছে শ্রী শ্রী মনসা পূজার ৫০ বছর পূর্তি উদযাপন পরিষদ।  

এ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন গত ১৮ আগস্ট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮ নম্বর কদলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী।

 

অধ্যাপক বাদল কিশোর দাশের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল হক চৌধুরী সাবু।

সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিলাস কান্তি দাস, সমাজসেবক অনিল কান্তি দাস, কবিয়াল রাখাল দাশ, কবিয়াল হরিপদ দেয়ারী, মৃৎশিল্পী অজিত আচার্য্য, রতন আচার্য্য।

 

সভায় পুরোহিত নটরাজ চক্রবর্তী ও ঢোল বাদক নদের বাঁশী নাথকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিদ্যুৎকেন্দ্র রাউজানের নির্বাহী প্রকৗশলী মিন্টু দাশ।  

কদলপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি বিশ্বজিত ভট্টাচার্য্যরে পরিচালনা সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাসেম চৌধুরী, মোবারক শাহ চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি কমল চক্রবর্তী, ইউপি সদস্য শওকত উদ্দিন চৌধুরী, লাভলী আক্তার, উজ্জ্বল শুক্লদাশ, ডা. জাফর আলী, সেরেস্তাদার দিলীপ দাশ, মাস্টার জসিম উদ্দিন চৌধুরী, কীর্তি রঞ্জন বড়ুয়া, শ্যামল দাশ, অভি চৌধুরী, রুপন কান্তি দাশ সুশীল দাশ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এসআরএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।