ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঝুট কাপড়ের গুদামের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
ঝুট কাপড়ের গুদামের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে  ...

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার সিডিএ ২০ নম্বর এলাকায় একটি ঝুট কাপড়ের গুদাম এবং কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে সোয়া ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করে কিন্তু আগুন পাশের ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা কফিল উদ্দীন বাংলানিউজকে বলেন, একটি টিনশেড ঘরের কলোনি এবং একটি ঝুট কাপড়ের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।