ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ মহসিন কলেজ ছাত্রলীগের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ মহসিন কলেজ ছাত্রলীগের  ...

চট্টগ্রাম: একুশে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদ জানিয়েছে মহসিন কলেজ ছাত্রলীগ।  

রোববার (২১ আগস্ট) সকাল ১০টায় কলেজের মূল ফটকে মহসিন কলেজ ছাত্রলীগের ছাত্র প্রতিনিধি আনোয়ার হোসেন পলাশের সভাপতিত্বে ছাত্রনেতা মাঈন উদ্দীন সোহেলের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধনে আনোয়ার পলাশ বলেন, প্রতিক্রিয়াশীল শক্তির বুলেট আর গ্রেনেড শেখ হাসিনাকে যতটা তাড়া করে, পৃথিবীর কোনো রাজনীতিককেই ততটা করে না। জনতা মানবঢাল হয়ে জননেত্রীকে যতবার বাঁচিয়েছে, পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ককে ততবার বাঁচায় নি।

পলাতক খুনি তারেক জিয়াসহ একুশে আগস্ট হামলায় জড়িতদের বিচার দ্রুত কার্যকর করতে হবে।

একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য দেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আইয়ুব খান, নাজিম উদ্দীন, আব্দুস সোবহান, উত্তর জেলা ছাত্রলীগের উপ ছাত্রী বিষয়ক সম্পাদক শিমলা তন্বী, অনিক আহমেদ, তামজিদুর রহমান, ফারহান উদ্দিন খান, মো. হাসান, সাকিব চৌধুরী, ইমাম হোসেন, রাজিব মাহমুদ বায়েজিদ থানা ছাত্রলীগের সদস্য আরিফুল ইসলাম, এইচএম জাহিদ, নুর আলম, আবির হোসাইন, আনিকা সুলতানা, লায়লা সিকদার লিপি, তুস্মিতা আক্তার, মো. মনির, নাইমুল ইসলাম শুভ, তারিবুন চৌধুরী, জালাল উদ্দীন জোবায়ের, সাবিদ হাসান, শাহাদাত বিন ইকরাম, শাহাদাত হোসেন আরমান, ইরমান উদ্দীন, মেহেরাজুল আনোয়ার, ইমরান হোসাইন, আফরান খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।