ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে। কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে আজ অনুষ্ঠিত হচ্ছে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

শনিবার (২০ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে পরীক্ষার হলে প্রবেশ করেছেন ভর্তি পরীক্ষার্থীরা।

‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।

প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে বেলা ১২টায় শেষ হবে। এছাড়া দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে বিকেল সাড়ে ৩টায় এবং শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে অংশ নেবে ৩৫ হাজার ৭৭৯ জন ভর্তি পরীক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।