ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্রসহ দুই যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, আগস্ট ১৯, ২০২২
অস্ত্রসহ দুই যুবক আটক ...

চট্টগ্রাম: রাউজান থানাধীন উত্তর সত্তা এলাকায় থেকে দেশিয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটারগানসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার এই তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- ফটিকছড়ি থানাধীন দক্ষিণ ধর্মপুর এলাকার শফিউল আলম ছেলে মো. জামাল উদ্দিন (২৮) ও একই এলাকার আব্দুল মুনাফের ছেলে মো. মবিন (২৬)।

মো.নুরুল আবছার জানান, উত্তর সত্তা এলাকায় বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে একটি দেশিয় তৈরি ওয়ান শুটারগানসহ দুইজনকে আটক করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র দিয়ে তারা এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহার করতো। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।