ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, আগস্ট ১২, ২০২২
ফটিকছড়িতে যুবক খুন ...

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নে আনোয়ারুল আজিম (৩৩) নামে এক যু্বককে কুপিয়ে খুন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. সামসুল বাংলানিউজকে বলেন, ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারুল আজিম নামের এক যুবককে বাড়ির পাশে কুপিয়ে খুন করা হয়েছে। কে বা কারা খুন করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।

এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।