ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, আগস্ট ১১, ২০২২
কর্ণফুলীতে যুবককে কুপিয়ে হত্যা ...

চট্টগ্রাম: কর্ণফুলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. নুরুল আনোয়ার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  

বুধবার (১০ আগস্ট) রাতে উপজেলার জুলধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনিস তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নুরুল আনোয়ার জুলধা ইউনিয়নের আনিস তালুকদার বাড়ির মৃত কবির আহমদের ছেলে।  

পরিবারের অভিযোগ, পাশের ঘরের জাহাঙ্গীর, আলমগীরসহ তাদের পরিবারের অন্য সদস্যরা নুরুল আনোয়ারকে কুপিয়ে হত্যা করে।

তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বাংলানিউজকে বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে ঘটনার কারণ অনুসন্ধান করা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।